কলকাতা: কালবৈশাখীর তান্ডবে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণ বঙ্গবাসীর। বৃহস্পতিবারের পর শুক্রবার বিকেলেও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার ফলে রাতে তাপমাত্রার পারদ কমতে পারে
আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্যপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এটি ছত্তীশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে গেছে। এর টানেই মূলত সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাতাসে। তার প্রভাবে আজও রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি এবং কালবৈশাখী পরিস্থিতি তৈরি হবে দুপুর বা বিকেলের পর। বেশিরভাগ জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। কালবৈশাখীর মতো পরিস্থিতি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতা জেলাতে।
উত্তরবঙ্গেও আজ শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং মালদা ও দুই দিনাজপুর জেলাতে।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত এরকম বৃষ্টি চলবে। সোমবার আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ। বুধবার থেকে তাপমাত্রা বাড়বে।