কলকাতা: বুধবারের মতো বৃহস্পতিবারও সকাল থেকে শিয়ালদহের দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইনে রাধানগর স্টেশনে ট্রেন অবরোধ করলেন যাত্রীরা। অভিযোগ, জেনারেল কম্পার্টমেন্ট থেকে একটি বগি লেডিস করায় ট্রেনে প্রচন্ড ভিড়। ভিড়ও ঠেলাঠেলির মধ্যে উঠতে কষ্ট ও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। আর এর ফলে ভুল করে লেডিসে উঠলে সেখানে চেকাদেরর জরিমানা। এর ফলে এদিন সকাল থেকে উত্তর রাধানগর স্টেশনে অবরোধ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে। এই অবরোধের ফলে অফিস টাইমে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরে রেল পুলিশ ও রেল আধিকারিকদের হস্তক্ষেপে অবরোধ উঠে ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।