নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার মেয়াদ শেষ হতে চলেছে এবার তার জায়গায় আসছেন বিচারপতি বিআর গবাই। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাই তাঁর উত্তরসূরী হিসাবে বিচারপতি গবাইয়ের নাম প্রস্তাব করে আইন মন্ত্রকে পাঠান। আগামী ১৪ মে নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন গড়াই।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি খান্নার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ মে। তার পরদিন আগামী ১৪ মে নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন গবাই। শপথগ্রহণের পর বিচারপতি গবই হবেন দেশের ৫২তম প্রধান বিচারপতি। একইসঙ্গে তিনিই হবেন দেশের দ্বিতীয় তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি। দেশের প্রথম তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি ছিলেন কেরলের বিচারপতি কেজি বালকৃষ্ণান। তিনি ২০১০ সালে অবসর নেন।
প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতি গবাইয়ের উত্তরাধিকার হিসাবে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন। সেই অনুযায়ী আগেই কেন্দ্রের তরফে বিচারপতি খন্নার কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাবের জন্য আনুষ্ঠানিক ভাবে অনুরোধ করা হয়েছিল।
প্রধান বিচারপতির চেয়ারে বিচারপতি গবাইয়ের মেয়াদও খুব বেশি দিনের নয়। ১৪ মে শপথগ্রহণের পর থেকে ছ’মাস তিনি ওই পদে থাকতে পারবেন। তার পর তিনিও অবসর নেবেন। বিচারপতি গবইয়ের অবসর ২০২৫ সালের নভেম্বর মাসে।
মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা বিচারপতি গবাই বম্বে হাই কোর্টে বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন ২০০৩ সালে। দীর্ঘ ১৫ বছর সেখানে কাজ করেছেন। তারপর ২০১৯ সালের ২৪ মে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়।