নয়া দিল্লি: ওয়াকফ মামলায় আপাতত কোনও নিয়োগ নয়। ৭ দিনের মধ্যে জবাব দিতে হবে কেন্দ্রকে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি আগামী ৫ মে।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে ওয়াকফ মামলার শুনানি হয়। দেশজুড়ে শীর্ষ আদালতে দায়ের হওয়া মোট ৭২টি মামলা শুনতে বসেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। শুনানির পর ওয়াকফ বোর্ডে নিয়োগ আপাতত স্থগিত করে দিল শীর্ষ আদালত। স্পষ্ট জানানো হয়, এই মুহূর্তে ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে কোনও নতুন নিয়োগ হবে না। ১৯৯৫ সালের ওয়াকফ আইনের আওতায় যেসব সম্পত্তি ওয়াকফ হিসেবে রেজিস্টার হয়েছে, সেগুলো ডি-নোটিফাই করা হবে না। আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রের তরফে সংক্ষিপ্ত জবাব দাখিল করা হবে।