কলকাতা: নবান্ন অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন চাকরিহারা শিক্ষকেরা। শনিবার তাঁরা জানালেন, আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখা হচ্ছে। তবে অভিযান একেবারে হবে না এমন নয়। নবান্ন অভিযান কবে হবে, সেই তারিখ তাঁরা পরে জানাবেন।
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেয়। ঐক্যমঞ্চের অভিযোগ, রাজ্য সরকারের দুর্নীতির কারণে সবাইকে পথে বসতে হয়েছে। তবে ইতিমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশ-প্রশাসনের আলোচনা হয়েছে। তাই আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখছেন আন্দোলনকারীদের। মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁরা বসতে চান।