কলকাতা: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ, মালদা। মুর্শিদাবাদে গত কয়েকদিন ধরে চলে অশান্তিতে কমপক্ষে দশজনের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। এছাড়া বহু মানুষ ঘরছাড়া। এই অশান্তির ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করল রাজ্য পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করল রাজ্য পুলিশর। বিশেষ এই তদন্তকারী দলে থাকবেন তিনজন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টর। অশান্তি সংক্রান্ত সব মামলার তদন্ত করবে এই সিট।
অন্যদিকে, মুর্শিদাবাদকাণ্ডের তদন্তে এ বার রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। বুধবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে চার সদস্যের প্রতিনিধিদল গঠনের কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছোচ্ছে কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বাধীন দলটি। শুক্র ও শনিবার মালদহ এবং মুর্শিদাবাদে গিয়ে তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখবেন।
জাতীয় মহিলা কমিশনের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর স্বতঃপ্রণোদিত ভবে বিষয়টিতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল মালদহ জেলায় যাবে প্রতিনিধিদলটি। যে মহিলারা অত্যাচারিত হয়ে মালদহের পারলালপুরে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে কমিশন খবর পেয়েছে, তাঁদের সঙ্গে প্রতিনিধিদলটি কথা বলবে। মালদার জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও তাঁরা কথা বলবেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম আগেই মুর্শিদাবাদের হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। কাউকে রেয়াত করা হবে না বলেও জানিয়েছিলেন।
: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ, মালদা। মুর্শিদাবাদে গত কয়েকদিন ধরে চলে অশান্তিতে কমপক্ষে দশজনের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। এছাড়া বহু মানুষ ঘরছাড়া। এই অশান্তির ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করল রাজ্য পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করল রাজ্য পুলিশর। বিশেষ এই তদন্তকারী দলে থাকবেন তিনজন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টর। অশান্তি সংক্রান্ত সব মামলার তদন্ত করবে এই সিট।
অন্যদিকে, মুর্শিদাবাদকাণ্ডের তদন্তে এ বার রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। বুধবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে চার সদস্যের প্রতিনিধিদল গঠনের কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছোচ্ছে কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বাধীন দলটি। শুক্র ও শনিবার মালদহ এবং মুর্শিদাবাদে গিয়ে তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখবেন।
জাতীয় মহিলা কমিশনের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর স্বতঃপ্রণোদিত ভবে বিষয়টিতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল মালদহ জেলায় যাবে প্রতিনিধিদলটি। যে মহিলারা অত্যাচারিত হয়ে মালদহের পারলালপুরে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে কমিশন খবর পেয়েছে, তাঁদের সঙ্গে প্রতিনিধিদলটি কথা বলবে। মালদার জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও তাঁরা কথা বলবেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম আগেই মুর্শিদাবাদের হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। কাউকে রেয়াত করা হবে না বলেও জানিয়েছিলেন।