কলকাতা: প্রচণ্ড গরম থেকে বাংলায় স্বস্তির বার্তা নিয়ে এলো ১৪৩২। নববর্ষের শুরুতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার দক্ষিণের জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্যপ্রদেশ এবং বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর দোসর হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তোরও দক্ষিণবঙ্গে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো বাতাস বইবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। ষ সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
মঙ্গলবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ২৪ থেকে বেড়ে ২৭.২ ডিগ্রি। এদিন ও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৮৮ শতাংশ।