নয়াদিল্লি: সপ্তাহান্তে ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে আফগানিস্তান-সহ দিল্লি-NCR এবং কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। শনিবার দুপুরের এই কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
জানা গিয়েছে, এদিনের ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত। ন্যাশনাল সেন্টার ফর সেইসমোলজি (NCS) জানাচ্ছে, শনিবার বেলা ১২টা ১৭ মিনিট নাগাদ কম্পনটি হয়। এর আফটারশকের জেরে কেঁপে ওঠে কাশ্মীর উপত্যকা, দিল্লি এবং NCR এলাকা। এই ভূমিকম্পের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, বহুতলগুলি থেকে রাস্তায় বেরিয়ে এসেছেন আবাসিকরা। তবে আতঙ্ক সৃষ্টি হলেও হতাহতের কোনও খবর মেলেনি।
প্রসঙ্গত , গত তিন দিন আগেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.৬। আফগানিস্তানের সেই ভূমিকম্পের জেরেও কেঁপে উঠেছিল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা।