কলকাতা: কৌমার্য ভেঙে অবশেষে সংসারে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ। তবে বিয়ের পরেও তাঁর দৈনন্দিন রুটিনে কোনও বদল আসেনি। অন্যান্য দিনের মতোই শনিবার সকালে ইকোপার্কে মর্নিং ওয়াক করতে যান দিলীপ ঘোষ। একেবারে পুরানো মেজাজেই তাঁকে দেখা গেল। সেদিন ছিল তাঁর জন্মদিন। দিলীপ ঘোষের মর্নিং ওয়াকের সঙ্গীরা ইকো পার্কেই কেক কেটে তাঁর জন্মদিন পালন করেন। অনেকে বাড়ি থেকে পায়েস তৈরি করে এনেছেন। এরপর গলায় হলুদ-গেরুয়া উত্তরীয় পরে দিলীপ ঘোষ সাফ জানিয়ে দেন, বিয়ে করলেও তাঁর ফোকাস রাজনীতি থেকে সরছে না। তিনি রাজনীতি থেকে কোনও ছুটি নিচ্ছেন না। দিলীপ ঘোষ কেন নববধূকে নিয়ে মর্নিং ওয়াকে এলেন না তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। জবাবে দিলীপ বলেন, উনি বাড়িতেই আছেন। তবে রাজনীতিতে সক্রিয় থাকবেন।
দিলীপ ঘোষের বিয়ে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চোর চর্চা শুরু হয়েছে। ইকো পার্কে মর্নিং ওয়ার্ক থেকেই নাকি তার প্রেম শুরু হয়েছিল এমন জল্পনাও রটেছে এই সমস্ত জল্পনার এদিন সপাট জবাব দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তিনি বলেন, “যারা বলছে তারা সারাজীবন মর্নিং ওয়াক করলেও, তাদের ভালবাসাও হবে না, বিয়েও হবে না।”