বাঁকুড়া: ঠগ বাঁচতে গা উজাড়! এমনই হাল রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার। সুপ্রিম দেশের রাজ্যের ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় অধিকাংশ স্কুলই এখন শিক্ষকের অভাবে উঠছে, যার মধ্যে অন্যতম বাঁকুড়া রানীবাদের ঝিলিমিলি হাই স্কুল।
সুপ্রিম নির্দেশে সারা রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরী হারা, ওই তালিকায় রয়েছেন বাঁকুড়ার জঙ্গল মহলের অন্যতম প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান রানীবাঁধের ঝিলিমিলি হাই স্কুলের ন’জন শিক্ষক, যার মধ্যে ছ’জনই বিজ্ঞান বিভাগের। এই অবস্থায় ওই স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরের বিজ্ঞান বিভাগের পঠন পাঠন বন্ধের মুখে, এমনটাই স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ১৪৫০ জন। শিক্ষক ছিলেন ২৫ জন, সুপ্রিম নির্দেশে এই স্কুলের ন’জন শিক্ষকের চাকরী খোওয়া যাওয়ায় বর্তমানে তা ১৬ তে নেমে এসেছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে। যা পরিস্থিতি তাতে বিকল্প ব্যবস্থা করা না গেলে শিক্ষকের অভাবে একেবারে প্রত্যন্ত গ্রামের এই স্কুলে উচ্চ মাধ্যমিক- বিজ্ঞান বিভাগ ‘বন্ধ’ হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। সমস্যায় ছাত্র ছাত্রীরাও। সুপ্রিম কোর্টের রায়ে ন’জন শিক্ষকের স্কুল আসা বন্ধ, ফলে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পঠনপাঠন চালু রাখা নিয়ে স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট চিন্তিত। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে বিশ বাঁও জলে।