ধুলিয়ান: রাজ্যপালের পর শনিবার মুর্শিদাবাদের ধুলিয়ানের পরিস্থিতি খতিয়ে দেখলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। এদিন বিকেলে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন গ্রামের অসহায় মহিলারা। মাটিতে শুয়ে কাঁদতে থাকেন তাঁরা। তাঁদের একটাই দাবি, ধুলিয়ানে স্থায়ী বিএসএফ ক্যাম্প করতে হবে। দরকার হলে বিএসএফ ক্যাম্প করতে নিজেদের ঘর দেবেন বলেও জানিয়েছেন ধুলিয়ানের বাসিন্দারা।
শুক্রবার মালদহের আশ্রয় শিবিরে কথা বলতে গিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। তাঁদের কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার দিনভর ওই অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মালদহে। তবে এই দিন মুর্শিদাবাদে নির্যাতিতদের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা।
গত সপ্তাহে শুক্রবার ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের নামে চলে হামলা, নির্বিচারে চলে তাণ্ডব। সেই হামলার ছাপ এখনও রয়ে গিয়েছে গ্রামের ঝলসে যাওয়া বাড়িগুলিতে। ভিটেমাটি হারিয়েছেন অনেকেই। শনিবার জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সামনে দেখেই অসহায় কান্না কাঁদলেন গ্রামের মহিলারা। ধুলিয়ানের পর একই ছবি দেখা গেল দিঘরিতেও। মহিলা কমিশনের প্রতিনিধিরা তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন, কেন্দ্রকে সব রিপোর্ট দেবেন, বিএসএফ ক্যাম্প করার কথাও উল্লেখ করবেন রিপোর্ট। গোটা দেশ তাঁদের পাশে আছে বলেও জানিয়েছেন।