নয়াদিল্লি: ভেঙে পড়ল চারতলা বাড়ি। শনিবার ভোরে উত্তর পূর্ব দিল্লির মুফতাফাবাদে এই ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। বাড়ির ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৩টে নাগাদ উত্তর পূর্ব দিল্লির মুফতাফাবাদে একটি চারতলা বিল্ডিং ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় দমকল ও এনডিআরএফেও। এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে। ভাঙা বিল্ডিংয়ের নীচে এখনও ৮-১০ জনের আটকে থাকার আশঙ্কা করছে পুলিশ। কীভাবে ভেঙে পড়ল বিল্ডিং, সে বিষয়ে এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।