কলকাতা: বৈশাখের গোধূলি লগ্নে অবশেষে গাঁটছড়া বাঁধলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। নিউ টাউনে নিজের বাড়িতেই শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতেই রিঙ্কু মজুমদারের সঙ্গে চার হাত এক হল ‘বাউন্ডুলে’ দিলীপের। ধুতি পাঞ্জাবি পরে একেবারে বর বেশে বিয়ের মঞ্চে উপস্থিত হন তিনি। লাল বেনারসী, মাথায় শোলার মুকুট এবং গলায় মালা দিয়ে গুটিকতক কনেযাত্রী সঙ্গে নিয়ে কনে সেজে এসেছিলেন রিঙ্কুও। তারপর সমস্ত আচার মেনে দিলীপ লাল সিঁদুরে রাঙা করে দিলেন রিঙ্কুর সিঁথি।
বিজেপির প্রাক্তন বিধায়ক তথা সংসদ তথা রাজ্য সভাপতির বিয়েতে চিঠি ও ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিংকুর ছেলে মায়ের বিয়েতে উপস্থিত না থাকলেও তিনি এই বিয়েতে খুব খুশি এবং বিশেষ কারণে থাকতে পারছেন না বলে আক্ষেপ প্রকাশ করেছেন।
৬১ বছরে পা দিতে চলেছেন দিলীপ ঘোষ। দলের অনেকেই চাইছিলেন না, দিলীপবাবু এই বয়সে এসে আর সংসারধর্মে প্রবেশ করুন। এতে রাজনৈতিকভাবে তাঁর ক্ষতি হতে পারে, সেই সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। দলের একাংশের যুক্তি ছিল, এই বয়সে এসে বিয়ে করলে দিলীপ নিজের রাজনৈতিক পুঁজি তো হারাবেনই, সেই সঙ্গে নানা কটুক্তি, হাস্যকর মন্তব্য, শ্লেষ এসবও হজম করতে হবে। মূলত দলের থেকেও বেশি সঙ্গে তরফেই দিলীপের বিয়েতে বাধা দেওয়া হয়েছিল কিন্তু পুরোটাই ব্যক্তিগত সিদ্ধান্ত বলে সমস্ত বাধা উড়িয়ে দেন দিলীপ।
শনিবার, ১৯ এপ্রিল দিলীপের জন্মদিন। যদিও খাতায়কলমে তাঁর জন্মদিন ১ অগস্ট। কিন্তু সেটি ‘খাতায়কলমে’। তবে দিলীপের ঘনিষ্ঠেরা জানাচ্ছেন, তাঁর আসল জন্মদিন ১৯ এপ্রিলই। তাই শনিবার সকালে দিলীপ যখন প্রাতর্ভ্রমণে বেরোবেন, তখনই তাঁর জন্মদিন পালিত হবে বলে ঠিক করেছেন দিলিপের প্রাপ্য ভবনের সঙ্গীরা। তবে সেখানে দিলীপ-রিঙ্কু যুগলে থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।