মালদা: মুর্শিদাবাদ থেকে মালদা যেন তপ্তভূমি। অশান্তি কত কয়েক দিন ধরে অশান্তির জেরে মুর্শিদাবাদের ঘরছাড়া অনেকেই পার্শ্ববর্তী জেলা মালদায় আশ্রয় নিয়েছেন। শুক্রবার মালদার সেই আশ্রয়শিবির ঘুরে দেখলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যেরা। কথা বলছেন ঘরছাড়াদের কয়েকজনের সঙ্গেও। কমিশনের সদস্যেরা আশ্রয়শিবির ছাড়তেই ক্ষোভে ফেটে পড়েন ঘরছাড়া মহিলা, পুরুষ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।
মুর্শিদাবাদে ঘরছাড়াদের একাংশ আশ্রয় নিয়েছেন বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পারলালপুর হাই স্কুল। কাউকেই ভিতরে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। আটকে দেওয়া হয় ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে আসা আত্মীয়স্বজনদেরও। তারপর দুপুরে সেই আশ্রয়শিবিরে যান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যেরা। আশ্রয়শিবির ঘুরে দেখেন তাঁরা। তারপর সেখানেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ঘরছাড়ারা। সেখানে যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসেরও। এই সব কিছু মাথায় রেখেই নিরাপত্তায় কড়াকড়ি বলে পুলিশ সূত্রে খবর।