কলকাতা: রাজনীতির পাশাপাশি এবার অবশেষে সাংসারিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ‘বাউন্ডুলে’ দিলীপ। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আজ, শুক্রবারই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। নিজেরই পছন্দ করা পাত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।
শোনা যাচ্ছে, ইডেনে খেলার মাঠেই পরিচয় রিঙ্কু মজুমদারের সঙ্গে। দিলীপ ঘোষ অকৃতদার হলেও রিঙ্কু বিবাহ বিচ্ছিন্ন এবং এক পুত্রের জননী। তাঁর ছেলে কলকাতার এক তথ্যপ্রযুক্তি সেন্টারের কর্মরত। যদিও মনের মিলই শেষ কথা। তাই কোনও কিছুতেই আমল দিতে নারাজ ৬০ বছর পেরোনো দিলীপ। তাই শেষ মুহূর্তে অকৃতদার থাকার ব্যাপারে সঙ্ঘের অনুরোধ রাখেননি তিনি।
অন্যদিকে, দিলীপ ঘোষের ‘রাফ অ্যান্ড টাফ’ মেজাজকেই পছন্দ করেন রিঙ্কু মজুমদার। তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলেও পিছন থেকে স্বামীকে সর্বতোভাবে সমর্থন করবেন বলে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি দিলীপ ঘোষের মায়ের সঙ্গে থাকবেন এবং তাঁর দেখাশোনা করবেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
এদিন সন্ধ্যায় দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতেই চার হাত এক হবে। কোন রকম আড়ম্বরে বিশ্বাস করেন না রাজ্য বিজেপির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সাংসদ। তাই প্রথম থেকেই বিয়ের বিষয়টি তিনি গোপন রেখেছিলেন। এমনকি এদিন বিবাহ আসরেও দুপক্ষের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া বিশেষ কেউ উপস্থিত হবেন না। ইতিমধ্যে দলের তরফে এবং বিরোধী রাজনৈতিক দলের তরফে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।