ওয়াশিংটন: হার্ভাড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর ট্রাম্প সরকারের টানাপোড়েনের জের এবার পড়তে চলেছে ভারতীয় তথা সকল বিদেশি পড়ুয়ার উপর। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার চরম সিদ্ধান্ত নিতে চলেছে তাঁর প্রশাসন। ট্রাম্পের প্রশাসন সতর্ক করে দিয়েছে যে হার্ভার্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের আতিথেয়তা দেওয়ার ক্ষমতা হারাতে পারে। অর্থাৎ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রদের পড়ার অনুমোদন দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। সেক্ষেত্রে ভারতীয় বা অন্য কোনও বিদেশি পড়ুয়া হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, বিদেশি ছাত্রদের নথিভুক্ত করতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অনুমোদন হারাবে। কিছু ভিসার বিষয়ে তথ্য না দিলে এই পরিণতি হবে। সরকারের এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে নতুন করে চাপ সৃষ্টি করেছে। ইতিমধ্যে হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মোট ২৭ লাখ ডলারের দুটি অনুদান বাতিল করা হয়েছে।
যদিও হার্ভাডের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যে দলই ক্ষমতায় থাকুক না কেন, বেসরকারি ইউনিভার্সিটিতে কী পড়ানো হবে, কাকে ভর্তি নেওয়া হবে, কাকে নিয়োগ করা হবে, কী কী বিষয় থাকবে, তা কোনও সরকার ঠিক করে দিতে পারে না।